পঞ্চম অধ্যায়: সালোকসংশ্লেষণ
Ø সালোকসংশ্লেষণের সময় বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইড
পত্ররন্ধ্রের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করে।
Ø সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি দুটি পৃথক পর্যায়ে সম্পন্ন হয়।
যথা: আলোক পর্যায় ও অন্ধকার পর্যায়।
Ø সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গত হয়।
Ø সূর্যালোক ও জীবনের মধ্যে সালোকসংশ্লেষণের মাধ্যমেই
সেতুবন্ধনের সৃষ্টি হয়।
Ø জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র
সালোকসংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয়। জীবের কর্মচাঞ্চল্যের মূলে রয়েছে খাদ্য।
Ø শ্বসনের ফলে শক্তি নির্গত হয়।
Ø সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং
অক্সিজেন উৎপন্ন হয়। জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে এ প্রক্রিয়ার উপর। এই
প্রক্রিয়া বন্ধ হলে মানবসভ্যতা নিঃসন্দেহে ধ্বংস হবে।
Ø পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য।
Ø যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজের খাদ্য
নিজেরা তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে।
Ø মাটি থেকে স্থলজ উদ্ভিদ মূলরোম দ্বারা পানি শোষণ করে।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১)
সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কোন উদ্ভিদে ঘটে?
উত্তর :
সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সবুজ উদ্ভিদে ঘটে।
২) উদ্ভিদ
কীভাবে নিজের খাদ্য নিজে উৎপাদন করে?
উত্তর :
উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে উৎপাদন করে।
৩)
সালোকসংশ্লেষণের উপাদান কী কী?
উত্তর :
পানি,
কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক এবং ক্লোরোফিল হলো সালোকসংশ্লেষণের উপাদান।
৪)
বায়ুমন্ডলে অক্সিজেনের উৎস কী?
উত্তর :
বায়ুমন্ডলে অক্সিজেনের উৎস হলো উদ্ভিদে সংঘটিত সালোকসংশ্লেষণ প্রক্রিয়া।
৫)
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কী উৎপন্ন হয়?
উত্তর :
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন হয়।
৬)
সালোকসংশ্লেষণের বিক্রিয়াগুলো কোথায় ঘটে?
উত্তর :
সালোকসংশ্লেষণের বিক্রিয়াগুলো পাতার ক্লোরোপ্লাস্টে ঘটে।
৭)
হাইড্রিলা কী?
উত্তর :
হাইড্রিলা এক প্রকার সবুজ জলজ উদ্ভিদ।
৮)
সালোকসংশ্লেষণে গৃহীত কার্বন ডাইঅক্সাইড কী উৎপন্ন করে?
উত্তর :
সালোকসংশ্লেষণে গৃহীত কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন উৎপন্ন করে।
৯)
জ্বীবাশ্ম জ্বালানির দহনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী?
উত্তর :
জীবাশ্ম জ্বালানির দহনে যে তাপশক্তি মুক্ত হয় তার উৎস সৌরশক্তি।
১০) পরিবেশে
গ্যাস বিনিময় ব্যাখ্যা কর।
উত্তর :
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। ফলে
প্রাণিক‚লের জন্য ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং শোষণের জন্য
অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত করে।
১১) কার্বন
ডাইঅক্সাইড + পানি গ্লুকোজ + অক্সিজেন; বিক্রিয়াটি বুঝিয়ে লেখ।
উত্তর : এটি
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার রাসায়নিক বিক্রিয়া। এ বিক্রিয়াটির অর্থাৎ
১. এতে
কার্বন ডাইঅক্সাইড এবং পানি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
২. বিক্রিয়াটি
সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে ঘটে।
৩. এতে গ্লুকোজ এবং পানি উৎপন্ন হয়।
১২) শ্বসন
প্রক্রিয়ার ওপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল- ব্যাখ্যা কর।
উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে উদ্ভিদ দেহে আবদ্ধ হয় তা প্রাণিদেহে শ্বসন প্রক্রিয়ার দ্বারা শক্তিরূপে মুক্ত হয়। প্রাণিদেহের পুষ্টি, বৃদ্ধি, চলন, রেচন, সংবহন, জনন প্রভৃতি জৈবনিক কাজগুলো এ শক্তি দ্বারা সম্পন্ন হয়। সুতরাং, বলা যায় শ্বসন প্রক্রিয়ার ওপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল।
১৩) কোন
রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়?
উত্তর :
সবুজ রঙের প্লাস্টিড সালোসংশ্লেষণে অংশ নেয়।
১৪)
নিমজ্জিত জলজ উদ্ভিদ কীভাবে পানি সংগ্রহ করে?
উত্তর :
নিমজ্জিত জলজ উদ্ভিদ দেহতল দিয়ে পানি সংগ্রহ করে।
১৫)
সালোকসংশ্লেষণ কী ধরনের প্রক্রিয়া?
উত্তর :
সালোকসংশ্লেষণ শারীরবৃত্তীয় জটিল প্রক্রিয়া।
১৬)
সূর্যলোক ও জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে কীসের মাধ্যমে?
উত্তর :
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ।
১৭) শ্বসনের
ফলে কী হয়?
উত্তর :
শ্বসনের ফলে শক্তি নির্গত হয়।
১৮)
মানবসভ্যতা ধ্বংসের মুখে পড়বে কী বন্ধ হলে?
উত্তর :
মানবসভ্যতা ধ্বংসের মুখে পড়বে সালোকসংশ্লেষণ বন্ধ হলে।