প্যাটার্ণ: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

৮ম শ্রেণির গণিত ১ম অধ্যায়- প্যাটার্ণ: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

  1. সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় কর: ৭, ৯, ১২, ১৭, ২৫, —————-
  2. ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা ১৫ এমন একটি ম্যাজিক বর্গ গঠন কর।
  3. ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন কাকে বলে? সবচেয়ে ছোট ফিবোনাক্কি সংখ্যা কত?
  4. ১২৫ কে ভিন্ন দুটি উপায়ে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর।
  5. ৪০ এর গুণনীয়কসমূহ লেখ।
  6. ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা ২৭ এমন একটি ম্যাজিক বর্গ গঠন কর।
  7. ২০০ কে ভিন্ন দুইটি উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর।
  8. ৯৯ এর গুণনীয়কসমূহ লেখ এবং মৌলিক গুণনীয়কগুলো লেখ।
  9. (৫ক + ২) বীজগণিতীয় রাশির সাহায্যে জ্যামিতিক প্যাটার্ন তৈরি কর।
  10. (৭ক + ২) রাশিটির ৫ম পদ কত?
  11. ২৩ + ৩২ কত দ্বারা বিভাজ্য দেখাও।
  12. ৭৫-৫৭ কত দ্বারা বিভাজ্য দেখাও।
  13. ৩, ৫, ৭, ৯, —— সংখ্যা তালিকার বীজগণিতীয় রাশি নির্ণয় কর।
  14. ৪, ৭, ১০, ১৩,——- তালিকার বীজগণিতীয় রাশি কত নির্ণয় ১৭।
  15. ৪, ৬, ৯, ১৩, …. ৩১ এই তালিকাটিতে মোেট পদসংখ্যা ক
  16. ৪, ৭, ১০ এর সাধারণ রাশি কত নির্ণয় কর?
  17. ২, ৫, ৮, ১১, ১৪ একটি সংখ্যা তালিকা। তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় কর।
  18. প্যাটার্ন কী?
  19. সংখ্যা প্যাটার্ন বলতে কী বোঝায়?
  20. জ্যামিতিক প্যাটার্ন কী?
  21. ২, ৪, ৬, ৮, … ধারাটির পরবর্তী তিনটি সংখ্যা লেখো।
  22. ১, ৪, ৯, ১৬, … ধারাটির নিয়ম কী?
  23. ৫, ১০, ২০, ৪০, … ধারাটির গুণনীয়ক কত?
  24. ১, ৩, ৬, ১০, ১৫, … ধারাটি কোন ধরনের প্যাটার্ন?
  25. একটি প্যাটার্নে প্রতিটি সংখ্যার সাথে ৩ যোগ হচ্ছে। প্রথম সংখ্যা ২ হলে ৫ম সংখ্যা কত?
  26. ১, ২, ৪, ৮, ১৬, … ধারাটির ৭ম পদ কত?
  27. ১০, ২০, ৩০, ৪০, … ধারাটির সাধারণ রীতি কী?
  28. ১, ১১, ২১, ৩১, … ধারাটির ১০ম পদ কত?
  29. ১, ৪, ৭, ১০, … ধারাটির সাধারণ রীতি লেখো।
  30. ২, ৬, ১৮, ৫৪, … ধারাটির গুণনীয়ক কত?
  31. ১, ৩, ৯, ২৭, … ধারাটি কোন ধরনের প্যাটার্ন?
  32. ১, ৪, ৯, ১৬, ২৫, … ধারাটির ৬ষ্ঠ পদ কত?
  33. ১, ২, ৩, ৫, ৮, ১৩, … ধারাটি কী নামে পরিচিত?
  34. ফিবোনাচ্চি ধারার প্রথম ৬টি সংখ্যা লেখো।
  35. ১, ২, ৪, ৭, ১১, … ধারাটির নিয়ম কী?
  36. ১, ৩, ৬, ১০, ১৫, … ধারাটি কোন সংখ্যা দ্বারা গঠিত?
  37. ১, ৫, ৯, ১৩, … ধারাটির ৮ম পদ কত?
  38. ২, ৪, ৮, ১৬, ৩২, … ধারাটির ৬ষ্ঠ পদ কত?
  39. ১, ১০, ১০০, ১০০০, … ধারাটির সাধারণ রীতি কী?
  40. ১, ২, ৩, ৪, ৫, … ধারাটির যোগফল নির্ণয়ের প্যাটার্ন কী?
  41. ১, ৩, ৫, ৭, ৯, … ধারাটি কোন ধরনের সংখ্যা?
  42. ২, ৪, ৬, ৮, ১০, … ধারাটি কোন ধরনের সংখ্যা?
  43. ১, ৪, ৯, ১৬, ২৫, … ধারাটি কোন সংখ্যার বর্গ?
  44. ১, ৮, ২৭, ৬৪, … ধারাটি কোন সংখ্যার ঘন?
  45. ১, ২, ৪, ৮, ১৬, … ধারাটি কোন গাণিতিক রীতি অনুসরণ করে?
  46. ১, ৩, ৬, ১০, ১৫, … ধারাটি কোন ত্রিভুজ সংখ্যা?
  47. ১, ৪, ১০, ২০, ৩৫, … ধারাটি কোন প্যাটার্ন?
  48. ১, ২, ৬, ২৪, ১২০, … ধারাটি কী নামে পরিচিত?
  49. ১, ২, ৩, ৪, ৫, … ধারাটির গড় কত?
  50. ১, ৩, ৫, ৭, ৯, … ধারাটির গড় কত?
  51. ২, ৪, ৮, ১৬, ৩২, … ধারাটির গড় কত?
  52. ১, ৪, ৯, ১৬, ২৫, … ধারাটির গড় কত?
  53. ১, ২, ৩, ৫, ৮, ১৩, … ধারাটির ৮ম পদ কত?
  54. ১, ২, ৪, ৭, ১১, ১৬, … ধারাটির ৭ম পদ কত?
  55. ১, ৩, ৬, ১০, ১৫, ২১, … ধারাটির ৮ম পদ কত?
  56. ১, ৪, ১০, ২০, ৩৫, ৫৫, … ধারাটির ৭ম পদ কত?
  57. ১, ২, ৬, ২৪, ১২০, ৭২০, … ধারাটির ৭ম পদ কত?
  58. ১, ৩, ৯, ২৭, ৮১, … ধারাটির ৬ষ্ঠ পদ কত?
  59. ১, ১১, ২১, ৩১, ৪১, … ধারাটির ৯ম পদ কত?
  60. ১, ১০, ১০০, ১০০০, … ধারাটির ৫ম পদ কত?
  61. ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, … ধারাটির ৮ম পদ কত?
  62. ১, ৮, ২৭, ৬৪, ১২৫, … ধারাটির ৬ষ্ঠ পদ কত?
  63. ১, ২, ৩, ৪, ৫, … ধারাটির ১০টি সংখ্যার যোগফল কত?
  64. ১, ৩, ৫, ৭, ৯, … ধারাটির ১০টি সংখ্যার যোগফল কত?
  65. ২, ৪, ৬, ৮, ১০, … ধারাটির ১০টি সংখ্যার যোগফল কত?
  66. ১, ৪, ৯, ১৬, ২৫, … ধারাটির ১০টি সংখ্যার যোগফল কত?
  67. ১, ২, ৩, ৫, ৮, ১৩, … ধারাটির ১০টি সংখ্যার যোগফল কত?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top